'সোঁদামাটি' সাহিত্য পত্রিকা ও 'ঐতিহাসিক মুর্শিদাবাদ' ফেসবুক গ্রুপের যৌথ উদ্যোগে এই ওয়েবসাইট।

ওয়াসিফ মঞ্জিল বা নিউ প্যালেস‬



মুর্শিদাবাদের শেষ নবাব ওয়াসিফ আলি মীর্জার বাসস্থান হলো ওয়াসিফ মঞ্জিল বা নিউ প্যালেস বা নতুন প্রাসাদ। এটি দক্ষিণ দরওয়াজা হতে হাজারদুয়ারী প্যালেস যাওয়ার পথে অবস্থিত। সুরেন্দ্র বরাট নামে এক বাঙালী ইঞ্জিনিয়ারের পরিচালনা ও তত্বাবধানে এই প্রাসাদটি তৈরী হয়।

প্রাসাদ সংলগ্ন কৃত্রিম পাহাড় এবং নয়নাভিরাম বাগিচা ছিল, যার অস্তিত্ব এখন নেই। মার্বেল পাথরের বাঁধানো সিড়ি, সুদৃশ্য মর্ম্মর মূর্তিগুলি ও অন্যান্য নকশা নিউ প্যালেসের সৌন্দর্য বাড়িয়েছিল। ১৮৯৭ সালে ১২জুন ভূমিকম্পে তিনতলা এই প্রাসাদের ওপরের তলাটি ভেঙ্গে পড়ে।


শেয়ার করুন

No comments:

Post a Comment