নবাবী আমলের অবসানের পর ব্রিটিশ শাসনকালে যে সব ব্যক্তি জমিদারিত্ব লাভ
করেছিলেন তাদের অন্যতম রাজা দেবী সিংহ। তিনি বৃটিশ অধীন বাংলার রাজস্ব বিভাগের একজন
দেওয়ান ছিলেন। তার উৎপ্রীরনে রাজস্ব আদায় বৃদ্ধি পেলে ইংরেজ কোম্পানি খুশি হয়ে জমিদারিত্ব
প্রদান করেন। তার উত্তর পুরুষ রাজা কীর্তিচাঁদ ১৮৫৬ সালে এই রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন।
এর বৈশিষ্ট্য হল এটা হাজারদুয়ারির আদলে তৈরি করা। এই প্রাসাদে বিভিন্ন দেবদেবীর মুর্তি রয়েছে। এখানে উল্লেখ্য রথযাত্রা উৎসবের সময় একটি বড় মেলা ও অনুষ্ঠান হয় এই নশিপুর রাজবাড়িকে ঘিরে। সম্প্রতি এই নশিপুর রাজবাড়ি সংস্কার করে শিল্পী পঞ্চানন চক্রবর্তীর কাজের একটি স্থায়ী প্রদর্শনীকক্ষ রাখা হয়েছে।
এর বৈশিষ্ট্য হল এটা হাজারদুয়ারির আদলে তৈরি করা। এই প্রাসাদে বিভিন্ন দেবদেবীর মুর্তি রয়েছে। এখানে উল্লেখ্য রথযাত্রা উৎসবের সময় একটি বড় মেলা ও অনুষ্ঠান হয় এই নশিপুর রাজবাড়িকে ঘিরে। সম্প্রতি এই নশিপুর রাজবাড়ি সংস্কার করে শিল্পী পঞ্চানন চক্রবর্তীর কাজের একটি স্থায়ী প্রদর্শনীকক্ষ রাখা হয়েছে।
No comments:
Post a Comment