নবাব সিরাজদ্দৌল্লার অন্যতম বিশ্বস্ত সেনানায়ক ছিলেন মীরমদন। ১৭৫৭ সালের
২৩ জুন পলাশীর যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে কামানের গোলাতে সেখানেই মৃত্যু হয় মীরমদনের। পরে সহযোদ্ধারা গোপনে পলাশী প্রান্তরের পাশেই রেজিনগরের
ফরিদপুর গ্রামে ফরিদ শাহ নামে এক পীরের মাজারের পাশে তাঁকে সমাহিত করেন। উল্লেখ্য ফরিদ
শাহের নাম থেকে গ্রামের নাম হয় ফরিদপুর। রেজিনগর বাসস্ট্যান্ড থেকে পশ্চিমে প্রায় দেড় কিমি দূরে ফরিদপুর। মীরমদনের সমাধিক্ষেত্রের একটি সামান্যতম নিদর্শন চিহ্ন ছাড়া আর
কিছুই নেই সেখানে।
No comments:
Post a Comment