কাশিমবাজার রেল স্টেশনের নিকট কালিকাপুর নামক স্থানে ডাচ বণিকগণের বসতি ছিল। হল্যান্ডের অধিবাসীগণ ডাচ বা ওলান্দাজ নামে পরিচিত। বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে এসে ১৬০২ সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। তারা মাদ্রাজ্যের নাগাপট্রম, কাশিমবাজার, চুঁচুড়া ও বাকুড়ায় বাণিজ্য কুঠি স্থাপন করেন। তারা এদেশ থেকে রেশমি সুতা, সুতি কাপড়, চাল, ডাল, তামাক ও মসলা রপ্তানি করতো। আর হীরা-জহরতের বিদেশ থেকে আমদানি করতো।
ফরাসি পর্যটক বার্নিয়ের ১৬৬৬ সালে লিখেছেন, ‘ওলন্দাজরা কাশিমবাজার সিল্ক
ফ্যাক্টরিতে সাতশো থেকে আটশো লোক নিয়োগ করে বছরে ২২ হাজার বেল সিল্ক উৎপাদন
করত। বহু ডাচরা নবাব সিরাজ-উ-দৌলাকে সমর্থন করে তার পক্ষে যুদ্ধেও অংশ নিয়েছিল। ইংরেজদের
সাথে টিকে থাকতে না পেরে তারা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার দিকে চলে যায়। বর্তমানে এই
স্থানেই তাদের সমাধিগুলো আছে। ২০-২২টি সমাধির অস্তিত্ব এখনও আছে। সবচেয়ে পুরাতন সমাধি
ড্যানিয়েল ভ্যান ডার ম্যুল-এর; তিনি ১৭২১ সালে মারা
যান।
No comments:
Post a Comment