ত্রিপলিয়া তোরণ ( Tripoliya Gate) |
চক বাজারের উত্তরে হাজারদুয়ারী যাওয়ার পথে ত্রিপলিয়া তোরণ তিনটি বড়ো খিলানের উপর অবস্থিত। প্রত্যেকটির নিচে রাস্তা। তোরণের দ্বিতলে নহবতখানা। নবাব মুর্শিদকুলি খাঁ-র জামাই নবাব সুজাউদ্দিন খাঁ-র আমলে ত্রিপলিয়া তোরণ নির্মাণ করা হয়েছিল। এই তোরণের অবহিত উত্তরে নবাব মুর্শিদকুলি খাঁ-র প্রাসাদ ছিল। 'মুর্শিদাবাদের ইতিহাস'-এর ১ম খণ্ডে উল্লেখ আছে - "মুর্শিদকুলী খাঁর প্রাসাদ ও চেহেল-সেতুন তাহার মনোমত না হওয়ায়, তিনি নূতন মহলসরা, চেহেল-সেতুন, নহবতখানা, ত্রিপলিয়া তোরণদ্বার, আয়নামহাল, বিশ্রামাগার, কাছারী, ফার্মানবাড়ী, আস্তাবল প্রভৃতি নির্মাণ করাইয়াছিলেন। তাহার সময়ে নির্মিত নহবতখানাসমেত বিশাল ত্রিপলিয়া তোরণ-দ্বার অদ্যাপি মুর্শিদাবাদে বিদ্যমান আছে। সেরূপ গগনস্পর্শী তোরণ-দ্বার বঙ্গদেশে বিরল।"
Ami ar ki bolbo?
ReplyDeleteAmi ar ki bolbo?
ReplyDelete