মতিঝিল কালা মসজিদের পাশে একটা ঘর আছে, যার কোনও দরজা বা জানালা নেই । চারদিকে দেওয়াল দিয়ে ঘেরা। ছাদটাও ঢাকা । জনশ্রুতি আছে, সিরাজ এক ফৈজীর ওপর রেগে গিয়ে তাঁকে মাঝখানে রেখে এই ঘর তৈরি করান ।
অনেকে মনে করতেন, এই ঘরটি ছিল কোষাগার, তাই ঘরে অনেক মণিমুক্তোও আছে । কিন্তু আশ্চর্য এর শক্ত ইঁটের গাঁথনি কেউ কোনও ভাবে ভাঙতে পারেনি । পরবর্তীকালে কোনও একজন সাহেব এই ঘরের দেওয়াল কামানের গোলা দিয়ে ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন এবং সেইদিন রাতেই সাহেব মারা যান । তারপর থেকে এই ঘরের দেওয়াল ভাঙার চেষ্টা আর কেউ কখনও করেনি । দেওয়ালে কামানের আঘাতের চিহ্ন আজও স্পষ্ট দেখা যায় ।
Oops.! Beware from it, it's so hazardous.
ReplyDelete