কাশিমবাজার এলাকায় যে সকল বিদেশী বণিকরা বসবাস করতেন তাদের মধ্যে আর্মেনিয়ানরা ছিলেন অন্যতম। আর্মেনিয়া রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের অন্তর্বর্তী অঞ্চলে অবস্থিত একটি ইউরোপের রাষ্ট্র। তাদের তৈরি উপাসনা গৃহ এখনও দেখা যায় বহরমপুর সৈদাবাদে। ১৭৫৮ সালে আর্মেনিয় ব্যবসায়ী পিটার আরাটুন এই গীর্জা নির্মাণ করেন। অনুমান করা এটাই মুর্শিদাবাদ জেলার সব থেকে প্রাচীন গীর্জা।
Old History
ReplyDelete