বেলডাঙ্গার সবচেয়ে প্রাচীনতম বিদ্যালয় কাশিমবাজার রাজ গোবিন্দসুন্দরী বিদ্যাপীঠ। ১৮৮৫ সালে চন্দ্রনাথ হাজরা ও সতীশচন্দ্র ঘোষের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথমে বেলডাঙ্গার হাজরাদের বাড়িতে বিদ্যালয়ের কাজকর্ম সম্পন্ন হোত। কিন্তু সেখানে বিদ্যালয়ের উপযুক্ত জায়গার অভাবে স্থানীয় বিদ্যাৎসাহী ব্যক্তিরা কাশিমবাজারের স্বনামধন্য রাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর শরণাপন্ন হন। অতপর মনীন্দ্রচন্দ্র নন্দী ১৮৯০ সালে বর্তমান বিদ্যালয়ের জায়গা সহ বিদ্যালয় গৃহটি নির্মাণ করে দেন। মনীন্দ্রচন্দ্রের মায়ের নাম অনুসারে বিদ্যালয়ের নাম হয় কাশিমবাজার রাজ গোবিন্দসুন্দরী বিদ্যাপীঠ (C.R.G.S)।
এই বিদ্যালয়ের কিছু ছাত্র ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে অংশ গ্রহণ করে গ্রেফতার বরণ করেন। এই ঘটনার প্রতিবাদে সেই সময়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিমচন্দ্র রায় পদত্যাগ করেন।
বিদ্যালয়টি প্রথম থেকেই উচ্চ মাধ্যমিক স্তরে কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পড়াশুনা অনুমোদিত।
Historical School.
ReplyDelete