'সোঁদামাটি' সাহিত্য পত্রিকা ও 'ঐতিহাসিক মুর্শিদাবাদ' ফেসবুক গ্রুপের যৌথ উদ্যোগে এই ওয়েবসাইট।

মুর্শিদাবাদ জেলা সংগ্রহশালা



জিয়াগঞ্জের নেহালিয়ায় গড়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা সংগ্রহশালা। সংগ্রহশালাটির প্রাণপুরুষ ছিলেন জিয়াগঞ্জের রায়বাহাদুর সুরেন্দ্রনারায়ণ সিংহ। ১৯৬০ সালে তাঁর নিরলস প্রয়াসে সংগৃহীত প্রত্ন সামগ্রী ও সংগ্রহশালার জমি সরকারকে প্রদান করেন। তখন থেকে শুরু হয় সংগ্রহশালা গড়ার কাজ। বর্তমান রাজ্য পুরাতত্ত্ব বিভাগের সহযোগিতায় সংগ্রহশালাটি মুর্শিদাবাদের পর্যটনের মানচিত্রে উজ্জ্বল স্থান অধিকার করেছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত প্রত্নবস্তুগুলি তিনটে সুসজ্জিত কক্ষে এই মিউজিয়ামে প্রদর্শিত হয়েছে।

এগারো শতক থেকে শুরু করে আঠের শতকের নানারকম দেবদেবীরর মূর্তি, শিলালিপি, স্তম্ভ, তালপাতার পান্ডুলিপি এখানে রয়েছে। বিশেষ করে কষ্ঠিপাথরের সূর্য, মহিষীমর্দিনী, বিষ্ণু, গণেশ মুর্তি - এখানে দেখা যায়। এমনকি ঢেকা, হাটপাড়া, কর্নসুবর্ন, মনিগ্রাম থেকে সংগৃহীত প্রত্নসামগ্রীও এখানে আছে। সংগ্রহশালাটি প্রতি বুধবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। টিকিটের মূল্য মাত্র ২টাকা। এটি জিয়াগঞ্জ রেল স্টেশন থেকে ২ কিমি দূরে অবস্থিত।


শেয়ার করুন

No comments:

Post a Comment