'সোঁদামাটি' সাহিত্য পত্রিকা ও 'ঐতিহাসিক মুর্শিদাবাদ' ফেসবুক গ্রুপের যৌথ উদ্যোগে এই ওয়েবসাইট।

চেহেল সেতুন প্রাসাদ



মুর্শিদকুলি খাঁর প্রাসাদের নাম ছিল চেহেল সেতুন। চেহেল-সেঁতু কথাটির মানে চল্লিশটি খিলান্‌। চল্লিশটি খিলান ছিল বলে এই প্রাসাদের নাম চেহেল-সেঁতু। ১৭০৪ সালে রাজস্ব বিভাগের রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে সরে আনার পরই মুর্শিদকুলি খাঁ ওই প্রাসাদ নির্মাণ করেছিলেন। 
বর্তমানে মুন্নিবেগমের চক মসজিদটি যেখানে অবস্থিত ঠিক সেখানেই চেহেল সেতুন ছিল। মুর্শিদকুলি খাঁর প্রাসাদটি ভেঙে পড়লে সেখানেই চক মসজিদ ও মতিমহল নামে একটি নতুন প্রাসাদ নির্মিত হয়েছিল। মসজিদটি এখনও আছে, কিন্তু মতিমহলের বেশির ভাগই ভেঙে পড়েছে।


শেয়ার করুন

4 comments:

  1. Ekdin Gota Murshidabad Bhenge porbe, er ek matro karon "NO MAINTENANCE"

    ReplyDelete
  2. ek dom thik kotha,karon prasad guli khub kharap obostai ache jaa valo moto
    Dekha sona kora hoi naaa.

    ReplyDelete
  3. Sir,bolchilam nobawb ali bordi kha ar prasad ki chilo kew aktu bolben

    ReplyDelete
  4. ভালো লেগেছে

    ReplyDelete