কাশিমবাজার রেলস্টেশনের প্রায় ১কিমি দক্ষিণে রেললাইনের পাশেই বিষ্ণুপুর নামক স্থানে এই প্রসিদ্ধ কালীমন্দির বিদ্যমান। এটি নির্মাণ করেন কৃষ্ণেন্দু হোতা নামে এক ধর্মপ্রাণ ব্রাহ্মণ। কৃষ্ণেন্দু হোতা ছিলেন কাশিমবাজার ইংরেজ কুঠীর গোমস্তা। তিনি পলাশীর যুদ্ধ, দেওয়ানী গ্রহণ প্রভৃতি ঘটনার সময় বর্তমান ছিলেন। খাগড়া-সৈদাবাদ থেকে বিল অতিক্রম করে বিষ্ণুপুর আসার জন্য তিনি সেখানে একটি সেঁতু নির্মাণ করে দেন। আজও সেটা হোতার সাঁকো নামেই প্রসিদ্ধ।
বিষ্ণুপুরের কালীমন্দির ভগ্নদশা পতিত হলে কাশিমবাজারের স্বর্গীয়া রানী আর-না-কালী
দেবী সম্পূর্ন সংস্কার করে দিয়েছিলেন। পরবর্তিতে লালগোলার মহারাজ রাও যোগীন্দ্রনারায়ণ
রায় বাহাদুর আবার অতি সুন্দরভাবে এই মন্দির সংস্কার করে দেন। মন্দিরের ভেতরে প্রায় সাড়ে তিন ফুট অর্ধনিম্নজিত দন্ডায়মান কষ্ঠিপাথরের
দেবী মূর্তি বিদ্যমান।প্রতি বছর পৌষ মাসের শনি ও মঙ্গলবারে এখানে মেলা বসে।
No comments:
Post a Comment