'সোঁদামাটি' সাহিত্য পত্রিকা ও 'ঐতিহাসিক মুর্শিদাবাদ' ফেসবুক গ্রুপের যৌথ উদ্যোগে এই ওয়েবসাইট।

স্মৃতিসৌধ পলাশী যুদ্ধে সিরাজ বাহিনীর তিন যোদ্ধার


পলাশী যুদ্ধে নবাব সিরাজ বাহিনীর অন্যতম তিন বীরযোদ্ধা - বক্সী মীরমদন (প্রধান,কামানবাহিনী), বাহাদুর আলি খান (কমান্ডার, বন্দুকবাহিনী), নওয়ে সিংহ হাজারি (ক্যাপ্টেন, কামানবাহিনী)-র - স্মৃতিসৌধ। এঁরা মীরমদনের দ্বারা পরিচালিত যোদ্ধা ছিলেন। পলাশী যুদ্ধে এঁরা নিহত হন। পলাশী মনুমেন্ট থেকে প্রায় ২৫০ মিটার পশ্চিমে মাঠে এটি অবস্থিত।




শেয়ার করুন

No comments:

Post a Comment